Newtown Encounter: পেনড্রাইভে হলিউডি থ্রিলার, ল্যাপটপে নকল আধার কার্ডের সফটওয়্যার, কী কী মিলল দুই গ্যাংস্টারের ফ্ল্যাটে?

নিউটাউনের (Newtown) একটি আবাসনে বুধবার পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় ২ দুষ্কৃতীর। এরপর সেখানে তল্লাশি করতে যায় ফরেন্সিক টিম ও সিআইডির একটি দল। ফ্ল্যাটের ভিতরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে বেশ কিছু নথি, বন্দুক ও টাকা। ৮০টি নকল পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া পেন ড্রাইভে মিলেছে হলিউডের ক্রাইম থ্রিলার। জানা গেছে, ক্রাইম থ্রিলার ভালবাসতো জয়পাল ভুল্লার। উদ্ধার হওয়া ল্যাপটপে ইচ্ছামতো নকল আধার কার্ড তৈরি করা যেত বলে জানা গেছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola