Kolkata News: বড়দিনের আগে ক্য়ান্সার আক্রান্ত শিশুদের পরিবারের পাশে থাকার বার্তা দিল 'নিক্কণ'
ABP Ananda LIVE: বড়দিনের আগে বড় উদ্য়োগ নিয়েছে 'নিক্কণ ডান্স অ্য়াকাডেমি'। ক্যানসার আক্রান্ত একাধিক শিশুর কথা ভেবে, তাঁদের পরিবারের পাশে দাঁড়ালেন তাঁরা। রবিবার বেহালার শরৎ সদনে ছিল তাদের বাৎসরিক অনুষ্ঠান। সেখানেই ক্য়ানসার আক্রান্ত শিশুদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সাহায্য়। ক্য়ানসার নামক শত্রুর সঙ্গে লড়তে হচ্ছে তাদের। জীবন কতটা কঠিন তারা ভালভাবেই জানে। তেমনই কিছু ক্য়ানসার আক্রন্ত শিশুর পরিবারের পাশে দাঁড়াল 'নিক্কণ ডান্স অ্য়াকাডেমি'। রবিবার বেহালার শরৎ সদনে অনুষ্ঠিত হয়েছে তাদের বাৎসরিক অনুষ্ঠান। সেখানেই ক্যানসার আক্রান্ত শিশুদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সাহায্য়। রবিবার প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুরু করেন পরিচালক সুমন মুখোপাধ্য়ায়। মঞ্চস্থ করা হয় নৃত্য়নাট্য়। সব মিলিয়ে, বড়দিনের আগে ক্যানসার আক্রান্ত শিশুদের পরিবারের পাশে থাকার বার্তা দিল 'নিক্কণ'।