Niranjan Jyoti: তৃণমূলের সব অভিযোগ নস্যাৎ করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, কী বললেন তিনি? ABP Ananda Live
Niranjan Jyoti: 'অভিষেককে (Abhishek Banerjee) বাঁচাতেই ১০০ দিনের কাজের দুর্নীতির তদন্ত করেনি বাংলার সরকার'। বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির (Niranjan Jyoti)। তৃণমূলের সব অভিযোগ নস্যাৎ করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী । 'প্রথমে ৫ জন, তারপর ১০ জন সাক্ষাৎ করতে চায় তৃণমূল (TMC) নেতৃত্ব'। 'তারপর বাংলা থেকে আসা ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করার কথা বলা হয়'। 'আমি প্রথমে তৃণমূল নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের প্রস্তাব দিই, তাঁরা রাজি হয়নি'। 'তৃণমূল গতকাল থেকে লাগাতার মিথ্যা কথা বলে চলেছে'। 'রাত সাড়ে ৮টা পর্যন্ত আড়াই ঘণ্টা অপেক্ষা করেছিল'। 'তথ্য দিতে চাইছিলাম বলে পালিয়েছেন তৃণমূল সাংসদরাই'। 'মোদি সরকার বাংলার প্রাপ্য আটকে রাখেনি'। 'বারবার দুর্নীতির অভিযোগে রিপোর্ট তলব করেও জবাব মেলেনি'। 'দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না করার জন্যই টাকা আটকানো হয়', দাবি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির।