Nirmala On Mamata: 'নীতি আয়োগের বৈঠকে বক্তব্য শেষ করতেই পারতেন, অসত্য বলছেন মুখ্যমন্ত্রী..'
Nirmala Withdraw Mamatas Allegation on Niti Aayog: নীতি আয়োগের বৈঠকে নিজের বক্তব্য শেষ করতেই পারতেন, বাইরে বেরিয়ে অসত্য বলছেন মুখ্যমন্ত্রী, মন্তব্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। মোদির নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। মাঝপথেই বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বলেন, 'নীতি আয়োগের বৈঠক বয়কট করে চলে এসেছি। অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীদের কথা বলতে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। আমাকে ৫ মিনিটের বেশি বলতে দেওয়া হয়নি। বৃহত্তর স্বার্থে বৈঠকে যোগ দিয়েছিলাম। বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হয়েছি। আরও কিছু কথা বলতে চেয়েছিলাম, বলতে দেওয়া হয়নি। এটা অপমানজনক, ভবিষ্যতে আর কোনও বৈঠকে অংশ নেব না। বাংলার স্বার্থে এসেছিলাম। সব বিরোধী দলের হয়ে কথা বলেছি। বঞ্চনার কথা বলার সঙ্গে সঙ্গে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাকে অপমান মানে সব আঞ্চলিক দলকে বঞ্চনা।' ABP Ananda Live