Cash For Query Row: 'ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে মহুয়া মৈত্রকে ফের নিশানা নিশিকান্ত দুবের
Continues below advertisement
'ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে মহুয়া মৈত্রকে ফের নিশানা নিশিকান্ত দুবের। 'সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় আছে, কিন্তু এথিক্স কমিটিতে যাওয়ার সময় নেই'। 'লোকসভার এথিক্স কমিটির কাছে দুর্নীতির তদন্তের জন্য আবেদন জানাচ্ছি'। 'এই নিয়ে আমি এখনও পর্যন্ত কোনও সাক্ষাৎকার দিইনি, এটা সংসদের মর্যাদার ব্যাপার'। 'এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন, দয়া করে সংসদকে সিদ্ধান্ত নিতে দিন'। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিশানা করে পোস্ট বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের।
Continues below advertisement