Nishikant Dubey:মহুয়া মৈত্রর শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবার প্রশ্ন তুললেন নিশিকান্ত দুবে।ABP Ananda Live
মহুয়া মৈত্রকে ফের কটাক্ষ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। তৃণমূল সাংসদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবার প্রশ্ন তুললেন নিশিকান্ত দুবে। 'মনে হয় ভুল হিসেবের জন্য মহুয়াকে ব্যাঙ্কের চাকরি থেকে বরখাস্ত করেছে। গতকাল বলেছিলেন ১৩ হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারি হয়েছে। আজ লিখেছেন, ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারি হয়েছে। আপনি কি সত্যিই ভয় পাচ্ছেন?' সোশাল মিডিয়ায় পাল্টা পোস্ট বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের
Tags :
Bangla News Mahua Moitra ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel