এক বছর ধরে শুধু দলে নয়, ব্যক্তিজীবনেও নিষ্ক্রিয় শোভন, কটাক্ষ দিলীপের
বেহালার শীলপাড়ায় চায়ে পে চর্চায় দিলীপ ঘোষ। সাম্প্রতিক পরিস্থিতি বিচার করে পিছনো হোক পুরভোট, দাবি বিজেপির রাজ্য সভাপতির। ভোটের সময় সন্ত্রাস-ভাইরাসও ছড়ায় কটাক্ষ দিলীপের। শোভন চট্টোপাধ্যায় সম্পর্কেও মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। একবছর ধরে শুধু দলে নন, ব্যক্তিজীবনেও নিষ্ক্রিয় শোভন, মন্তব্য দিলীপের। করোনা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রয়োজনীয় সতর্কতা নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Tags :
Kolkata Municipal Election Chai Pe Charcha Sovan Chatterjee Behala Abp Ananda BJP Dilip Ghosh