Delhi Murder Case: শুধু খুন করাই নয়, তারপর পরিচয় লুকোতে শ্রদ্ধার মুখ পুড়িয়ে দিয়েছিল আফতাব, দাবি সূত্রের | Bangla News
শুধু খুন করাই নয়। খুনের পর, পরিচয় লুকোতে শ্রদ্ধার মুখ পুড়িয়ে দিয়েছিল আফতাব। প্রমাণ লোপাট করতে, ঘটনাস্থল জল দিয়ে ধোয়ার পাশাপাশি রাসায়নিকও ব্যবহার করেছিল। সূত্রের দাবি, দিল্লির ছত্তরপুর হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশের হাতে এমনই চাঞ্চল্যকর তথ্য এসেছে।
Tags :
Murder Case Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Delhi Murder Case