পরপর সদ্যোজাতর মৃত্যুর জের, এনআরএসে বন্ধ পেডিয়াট্রিক সার্জারি বিভাগের এসএনসিইউ
Continues below advertisement
এনআরএসে পরপর ২ সদ্যোজাতর মৃত্যুর জের। আপাতত বন্ধ পেডিয়াট্রিক সার্জারি বিভাগের এসএনসিইউ। শুধু নিম্নমানের সুতো থেকেই নয় সংক্রমণ ছড়াতে পারে এসএনসিইউ থেকেও। সংক্রমণের আশঙ্কায় শুরু জীবাণুমুক্ত করার কাজ। জীবাণুনাশক ছড়িয়ে সিল করা হল এসএনসিইউ। শিশুবিভাগের ওটির ভিতরে রাখা হয়েছে নবজাতকদের। অন্তত ২ দিন চলবে এসএনসিইউ জীবাণুমুক্ত করার কাজ, এনআরএস হাসপাতাল সূত্রে এমনটাই খবর।
Continues below advertisement
Tags :
SNCU Child Care Uni Child Death At NRS Infant Death Death Due To Stitching NRS Hospital Death Child Death Abp Ananda Nrs