NTA NET: নেট এর স্বচ্ছতার সঙ্গে আপোসের আশঙ্কা কেন্দ্রের, লখনউ, দিল্লিতে বিক্ষোভ। ABP Ananda Live
UGC NET: জুনের UGC-NET বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ইউজিসি-নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ। অস্বচ্ছতার কারণ দেখিয়ে UGC-NET বাতিল। নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই UGC-NET বাতিল। পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যেই ইউজিসির নেট বাতিল । NTA-র নেওয়া পরীক্ষা বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। নতুন করে নেওয়া হবে UGC-NET, জানাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। NTA-রই নেওয়া সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা ঘিরেও প্রশ্ন । মেডিক্যাল এন্ট্রান্স নিয়ে তোলপাড়, বিহার থেকে গ্রেফতার ১৩। বিহার সরকারের কাছ থেকে রিপোর্ট চাইল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। 'তদন্ত হওয়া উচিত', বললেন শিক্ষাবিদ পবিত্র সরকার। যুব সমাজকে নিয়ে ছেলেখেলা, দায় নেবেন শিক্ষামন্ত্রী? আক্রমণে প্রিয়ঙ্কা। পড়ুয়া-স্বার্থ রক্ষায় অগ্রাধিকার দিতেই সিবিআই, পাল্টা অমিত মালব্যর। মাথা ধরতে হবে, বিচারবিভাগীয় তদন্ত দাবি কুণালের। ABP Ananda live