Nusrat Jahan: ৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষ, সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন নুসরত জাহান

Continues below advertisement

ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নুসরতকে (Nusrat Jahan) জিজ্ঞাসাবাদ ইডির (ED)। প্রায় ৬ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলন নুসরত জাহান। জিজ্ঞাসাবাদ পর্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমার যা বলার বলে দিয়েছি। সব প্রশ্নের উত্তর দিয়েছি।' পাশাপাশি এদিন সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় দেখা যায় তাঁর হাতে ফাইল রয়েছে। বেরোনোর সময় অবশ্য সেই ফাইল দেখা যায়নি।

ফ্ল্যাট প্রতারণা মামলায় বসিরহাটের তৃণমূল সাংসদকে এদিন তলব করে ইডি। নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছন নুসরত জাহান। ২০১৪-১৫: রাজারহাটে ফ্ল্যাটের জন্যে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ। ৪২৯ জনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার করে টাকা নিয়েও প্রতারণার অভিযোগ। প্রতারণার টাকাতেই নুসরতের বিরুদ্ধে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট কেনার অভিযোগ। সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে সেই সময় ডিরেক্টর ছিলেন নুসরত। যে সংস্থার ডিরেক্টর, সেখান থেকেই ঋণ নিয়ে ফ্ল্যাট কেনার দাবি নুসরত জাহানের।

সূত্রের খবর, এদিন দুদফায় বসিরাহাটের তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রে খবর পাওয়া যায়, প্রথম দফার জিজ্ঞাসাবাদের পরে ফের বসিরহাটের তৃণমূল সাংসদকে প্রশ্ন করেন ইডির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, নুসরতকে প্রথম দফার জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হননি গোয়েন্দারা। তাই দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। দুদফায় জিজ্ঞাসাবাদ পর্ব মেটার পর এদিন বিকেল ৫টার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোন তিনি। 

ফ্ল্যাট দুর্নীতির ঘটনায় দুর্নীতির সঙ্গে তাঁর কোনওরকম যোগাযোগ নেই বলে আগেই দাবি করেছিলেন নুসরত জাহান। এমনকী অভিযুক্ত সংস্থার থেকে ঋণ নিয়ে তিনি ফ্ল্যাট কিনেছেন এবং সেই টাকা সুদ-সহ ফেরতও দিয়েছেন বলে জানিয়েছিলেন তিনি। গত মাসে সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, 'যাঁরা ভুল করেন, যাঁদের ভয় থাকে তাঁরা ব্যাখ্য়া দেয়। আদালতে বিচারাধীন বিষয়, আইনত পদক্ষেপ হোক। যে কোম্পানির নামে অভিযোগ, সেই কোম্পানি থেকে ২০১৭-র মার্চে ইস্তফা দিই। ওই সংস্থা থেকে ১ কোটি ১৬ লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম। ২০১৭-র মে মাসে সুদ সহ সেই ঋণ শোধ করে দিয়েছি। আদালতে ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিয়েছি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই। ওই সংস্থার কোনও শেয়ার আমার নেই।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram