Nusrat Jahan: নুসরত জাহান এবং বাকি অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে তথ্য়প্রমাণ

Continues below advertisement

তৃণমূল সাংসদ নুসরত জাহান এবং বাকি অভিযুক্তদের বিরুদ্ধে, প্রাথমিক তদন্তে তথ্য়প্রমাণ পাওয়া গেছে। আলিপুর আদালতের নির্দেশে তদন্ত করে, আদালতে এমনই রিপোর্ট পেশ করেছিল কলকাতা পুলিশ। রাজারহাটে জমি কিনে ফ্ল্যাট বানানোর জন্য 'সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড' নামে একটি সংস্থা, ২০১৪-১৫ সালে ৪২৯ জনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেয়। কিন্তু, সেই ফ্ল্যাট তৈরি হয়নি। এই অভিযোগ নিয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হন অভিযোগকারীরা। তার প্রেক্ষিতে ২০২২ সালের ২২শে ডিসেম্বর, কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইমকে তদন্ত করে রিপোর্ট দিতে বলেন, আলিপুর আদালতের সিক্সথ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাক আলম। আদালতে জমা দেওয়া, গড়িয়াহাট থানার তদন্তকারী অফিসারের রিপোর্টে বলা হয়, প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রমাণ পাওয়া গেছে। কলকাতা পুলিশের দেওয়া এই রিপোর্টে অভিযুক্ত হিসাবে নাম রয়েছে তৃণমূল সাংসদ নুসরত জাহানের। এরপরই, অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং সম্মিলিত অপরাধের ধারায় মামলা হয় এবং আদালতে তরফে সমন জারি করা হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram