Omicron: কলকাতায় নাইজেরিয়া ফেরতকে ঘিরে ওমিক্রন সন্দেহ। Bangla News

Continues below advertisement

কলকাতায় নাইজেরিয়া ফেরতকে ঘিরে ওমিক্রন সন্দেহ। ওমিক্রন সন্দেহে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ওই ব্যক্তি। কলকাতা বিমানবন্দরে করোনা রিপোর্ট নেগেটিভ। বাড়িতে ফেরার পরে করোনার উপসর্গ, রিপোর্ট পজিটিভ। করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পরই হাসপাতালে ভর্তি। জিনোম সিকোয়েন্সিংয়ের নমুনা গেল কল্যাণীতে, খবর স্বাস্থ্য ভবনের। 

করোনার সঙ্গে ডেঙ্গি নিয়েও উদ্বেগ বাড়ছে। কারণ এবছর উত্তর ২৪ পরগনার শহর এলাকায় গ্রামাঞ্চলের লতুলনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে যে পরিসংখ্যান সামনে এসেছে তাতেই এই ছবি স্পষ্ট।

কাল কলকাতা পুরভোট। তার আগেই শহরজুড়ে চলছে নাকা চেকিং। লালবাজার সূত্রে খবর, কিছুক্ষণ আগেই নাকা চেকিং চলছিল তারাতলা এলাকায়। সেই নাকা চেকিং চলাকালীন একজন ব্যাক্তি সন্দেহজনকভাবে ওই নাকা চেকিংয়ের সামনে চলে আসে। এরপর তাঁকে তল্লাশি করার পরই তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি অস্ত্র। কী উদ্দেশ্যে অস্ত্র-সহ কলকাতায়? ধৃতকে জেরা পুলিশের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram