India Pakistan News : DGMO স্তরের বৈঠকের সময় বদল হল, বৈঠক হবে আজ সন্ধেয়
ABP Ananda LIve: ভারত-পাক সংঘর্ষবিরতি শুরু হওয়ার পর প্রথম ২ দেশের DGMO স্তরের বৈঠকের সময় বদল হল। বৈঠক হবে আজ সন্ধেয়।
'দেশের সুরক্ষায় কমপক্ষে ১০টি স্যাটেলাইট কাজ করছে', 'নিরাপত্তা' সুনিশ্চিত করতে কী বার্তা ইসরোর চেয়ারম্যানের ?
গতকাল ভারত-পাক সংঘাত বিরতির আবহেই ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-এর নতুন ইউনিটের উদ্বোধন করেছেন প্রতিরক্ষামন্ত্রী। বলেছিলেন, 'দেশ শক্তিশালী না হলে কেউ সম্মান করবে না।' চব্বিশ ঘণ্টা পেরোতে না পেরোতেই, ভারত-পাক DGMO পর্যায়ের বৈঠকের আগে দেশের নিরাপত্তা নিয়ে বড় বার্তা দিলেন এবার ইসরোর চেয়ারম্যান। বলেন, 'দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইলে স্যাটেলাইটের মাধ্যমে করতে হবে।'
এদিন ইসরোর চেয়ারম্যান বলেন, 'দেশের সুরক্ষার জন্য কমপক্ষে ১০টি স্যাটেলাইট কাজ করছে। সেগুলি স্ট্র্যাটেজিক ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং দেশের নাগরিক নিরাপত্তার কাজে লাগে। আমাদের প্রতিবেশীদের আমরা জানি, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইলে স্যাটেলাইটের মাধ্যমে করতে হবে। ৭ হাজার কিলোমিটার দীর্ঘ সমুদ্রতীরে আমাদের নজরদারি চালাতে হয়। স্যাটেলাইট আর ড্রোন প্রযুক্তি ছাড়া এই নজরদারি সম্ভব নয়।'