Operation Sindoor:অপারেশন সিঁদুরে বড়সড় সাফল্য । অপারেশনে মৃত্যু জইশের অপারেশনাল কমান্ডারের

ABP Ananda LIVE: অপারেশন সিঁদুরে বড়সড় সাফল্য । অপারেশনে মৃত্যু জইশের অপারেশনাল কমান্ডারের । ভারতের প্রত্যাঘাতে মৃত্যু রউফ আজহারে । 

আরও খবর...

ভারতের ১৫টি শহরকে টার্গেট করেছিল পাকিস্তান । ভারতের ১৫টি শহরের সেনা ছাউনিকে টার্গেট পাকিস্তানের! পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ করল ভারত । শ্রীনগর, অমৃতসর, পাঠানকোট, জলন্ধরকে টার্গেট করেছিল পাকিস্তান । লুধিয়ানা, অবন্তীপোরা, জম্মুকেও টার্গেট করেছিল পাকিস্তান

নিজের দেশের নাগরিকদের জন্য নির্দেশিকা জারি আমেরিকার। লাহৌরে মার্কিন দূতাবাস ছাড়তে কর্মীদের নির্দেশ আমেরিকার। মার্কিন নাগরিকদেরও লাহৌর ছাড়তে নির্দেশ ওয়াশিংটনের। লাহৌর ছেড়ে সুরক্ষিত জায়গায় আশ্রয় নিতে দূতাবাস কর্মী ও নাগরিকদের নির্দেশ আমেরিকার

ভারতের আক্রমণের ভয়, লাহোর আর করাচি বিমানবন্দর বন্ধ করে দিল পাকিস্তান। পাক হামলার পাল্টা প্রত্যাঘাত ভারতের। লাহৌর, করাচি, রাওয়ালপিণ্ডিতে ড্রোন আক্রমণ ভারতের। রাওয়ালপিণ্ডির ক্রিকেট স্টেডিয়ামের কাছে আছড়ে পড়ল ড্রোন। আজ রাতে রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা ছিল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola