Operation Sindoor: পাকিস্তানের ভোলারী এয়ারবেসে ভারতের স্ট্রাইক

ABP Ananda LIVE: পাকিস্তানের আরও একটি এয়ারবেসে ভারতের প্রত্যাঘাত পাকিস্তানের ভোলারী এয়ারবেসে ভারতের স্ট্রাইক । পাক হামলার প্রত্য়াঘাত, পাকিস্তানের একাধিক সেনাঘাঁটিতে প্রত্যাঘাত ভারতের । পাকিস্তানের ৬ নম্বর এয়ারবেসে প্রত্যাঘাত ভারতের । সিন্ধ প্রদেশের জাকোবাবাদ শহরে শাহবাজ এয়ারবেসে বিস্ফোরণ । পাকিস্তানের ৬টি এয়ারবেস ভারতের প্রত্যাঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত । পাকিস্তানের ৬টি সেনাঘাঁটি ছাড়াও একাধিক আর্মি ইন্সটলেশনে প্রত্যাঘাত । পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা এয়ারবেসে সকালে বিস্ফোরণের শব্দ । ব্য়াপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিণ্ডিতে নুর খান এয়ারবেস চাকওয়ালের মুরিদ, শোরকোটের রফিকি, সিন্ধ প্রদেশের সুক্কুর এয়ারবেসেও আগুন জ্বলছে । সবকটি জায়গাতেই অস্ত্রের ভাণ্ডার মজুত ছিল, জানিয়েছে ভারতীয় সেনা । এই সব জায়গায় পাক সেনার প্রযুক্তিগত পরিকাঠামো ছিল। এখানে গড়ে তোলা হয়েছিল রেডার সাইট, ছিল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইট। 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola