Opposition Alliance : আগামীকাল চূড়ান্ত বৈঠকে বসবে বিরোধী জোট INDIA
Continues below advertisement
পাটনার বৈঠক থেকে পথ চলা শুরু। বেঙ্গালুরুর বৈঠকে হয়েছিল নামকরণ। এবার মুম্বইয়ে তৃতীয় বৈঠক থেকে সামনে আসতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়ার লোগো (Opposition INDIA Logo)। এই বৈঠকে যোগ দিতে, বুধবারই মুম্বই পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বৃহস্পতিবার INDIA জোটের প্রাথমিক পর্যালোচনা বৈঠক রয়েছে। এরপর INDIA-র নেতাদের জন্য় নৈশভোজের আয়োজন করেছেন উদ্ধব ঠাকরে। শুক্রবার চূড়ান্ত বৈঠকে বসবে বিরোধী জোট।
Continues below advertisement