Opposition Parties Meet: অধিবেশন শুরুর আগে রণকৌশল চূড়ান্ত করতে বৈঠকে বিরোধীদের 'ইন্ডিয়া' জোট

ABP Ananda LIVE: স্মোককাণ্ডের (Indian Parliament Security) জেরে আজও লোকসভা, রাজ্যসভা উত্তপ্ত হওয়ার সম্ভাবনা। বিরোধীদের 'ইন্ডিয়া' জোটের পক্ষ থেকে সংসদের দুই কক্ষে জমা পড়েছে ২০টি মুলতুবি প্রস্তাব (Parliament Security)। বাকি সব কিছু বন্ধ করে সংসদের সুরক্ষা নিয়ে দুই কক্ষে বিস্তৃত আলোচনার দাবি বিরোধীদের (Opposition Party)। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিবৃতি দাবি বিরোধী সাংসদদের। অধিবেশন শুরুর আগে রণকৌশল চূড়ান্ত করতে বৈঠকে বিরোধীদের 'ইন্ডিয়া' জোট (I.N.D.I.A)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola