Gautam Adani Issue: আদানি ইস্যুতে আজ সংসদ চত্বরে গাঁধীমূর্তির সামনে বিরোধীদের ধর্না,অংশ নেবে তৃণমূলও

Gautam Adani Issue: আদানি ইস্যুতে (Gautam Adani Issue) দেশজুড়ে আজ পথে নামছে কংগ্রেস (Congress)। দেশের সমস্ত জেলায় জীবন বিমা নিগম (LIC)ও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (SBI) শাখার সামনে বিক্ষোভ দেখাবে কংগ্রেস। অন্যদিকে, সংসদ ভবন (Parliament house) চত্বরে সকাল সাড়ে ১০টায় গান্ধীমূর্তির (Gandhi Statue) সামনে ধর্না দেবে বিরোধী দলগুলি। তৃণমূল (TMC) সেই ধর্নায় অংশ নেবে বলে জানিয়েছে। তার আগে সংসদের অন্দরের রণকৌশল ঠিক করতে, বিরোধীদের বৈঠক ডেকেছে কংগ্রেস।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola