Narendra Modi:অযোধ্যায় গেরুয়া ধর্মধ্বজ সঙ্কল্পের প্রতীক।ধর্মধ্বজ শ্রীরামের আদর্শ তুলে ধরবে:মোদি
ABP Ananda Live: 'আজ অযোধ্যা রামময়। অযোধ্যানগরী দেশের উৎকর্ষকেন্দ্র। দীর্ঘ সময়ের ক্ষত জুড়োচ্ছে। অযোধ্যায় দীর্ঘ ৫০০ বছরের প্রতীক্ষার অবসান। অযোধ্যায় গেরুয়া ধর্মধ্বজ সঙ্কল্পের প্রতীক। ধর্মধ্বজ শ্রীরামের আদর্শ তুলে ধরবে। প্রাণ যাবে কিন্তু বচন যাবে না, এই বার্তায় তুলে ধরবে ধর্মধ্বজ'। বললেন প্রধানমন্ত্রী।
'বিজেপিকে ভোট, বন্ধ ভাণ্ডার', সরকারি প্রকল্প বন্ধের হুঁশিয়ারি TMC-র পঞ্চায়েত সদস্যার
ময়নার পর নন্দীগ্রাম! ভোট না দিলে সরকারি প্রকল্পে কাটছাঁটের হুঁশিয়ারি? 'বিজেপিকে ভোট দিলে বন্ধ করা হবে 'লক্ষ্মীর ভাণ্ডার'। পূর্ব মেদিনীপুরের তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সোশাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্ক। বিতর্কে জড়ালেন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অষ্টমী গিরি। তিনিই আবার নন্দীগ্রাম ২ ব্লকের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদেও রয়েছেন। যদিও, প্রশ্নের উত্তরেও অনড় সেই তৃণমূল নেত্রী। তাঁর দাবি, ননদীগ্রামের বিধায়ক হয়েও, প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তবুও, মানুষকে অভাব বুঝতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। ননদীগ্রামের মানুষকে প্রকল্পের অভাব বোঝাতেই এই সোশাল মিডিয়া পোস্ট করেছেন তিনি। এ নিয়ে বিজেপির কটাক্ষ, তৃণমূল পক্ষপাতিত্ব করে দেউলিয়াপনা রাজনীতি করছে। কোন পরিপ্রেক্ষিতে এই কথা উনি বলেছেন, সেটা বোঝা দরকার, অস্বস্তি এড়াতে সাফাই তৃণমূল জেলা নেতৃত্বর।