Padma Awards 2025: পদ্মশ্রী পাচ্ছেন ৯ বঙ্গ সন্তান, তালিকায় কে কে? ABP Ananda Live
Arjit Singh: ফের জাতীয় মঞ্চে মুখ উজ্জ্বল হল বাংলার। এদিন পদ্ম-প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। তাতে দেখা যাচ্ছে একঝাঁক বঙ্গসন্তান তালিকায় জায়গা করে নিয়েছেন। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ৭ জন পদ্ম-বিভূষণ, ১৯ জন পদ্ম-ভূষণ ও ১১৩ জন পদ্মশ্রী প্রাপকের নাম ঘোষণা করা হয়েছে। পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছেন বাংলার একাধিক খ্যাতনামা মানুষ। রয়েছেন- এই সময়ের অন্যতম নামকরা সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংহ, প্রখ্যাত অভিনেত্রী মমতাশঙ্কর, পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, শিল্পী গোকুলচন্দ্র দাস, সাহিত্যিক নগেন্দ্রনাথ রায়, কার্তিক মহারাজ এবং SBI-র প্রাক্তন চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য-সহ আরও। জ্বর গায়েই এরকম খবরে বাঁধ-ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করলেন মমতাশঙ্কর। তিনি বলেন, "আমি ভাবতেই পারিনি। আমি কোনও দিন ভাবতেই পারিনি। আমি অ্যাওয়ার্ড ভেবে কোনও জিনিস করিনি। আমি শুধু আমার নিজের কাজটা মনপ্রাণ দিয়ে করে গেছি, ভালোবেসে করে গেছি।