Pahalgam Attack : পহেলগাঁও হামলায় জ্যোতি-যোগ ? জোরালো হচ্ছে প্রশ্ন। Jyoti Malhotra

ABP Ananda LIVE : পহেলগাঁওয়ের জঙ্গি হামলার সঙ্গে কি পাক-চর সন্দেহে ধৃত জ্য়োতি মালহোত্রার যোগ রয়েছে? সেই প্রশ্নও এবার জোরাল হয়ে উঠছে। পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলা হয় বাইশে এপ্রিল। গোয়েন্দা সূত্রে দাবি, তার আগে তেসরা জানুয়ারি কাশ্মীরে গেছিল পাক-চর সন্দেহে ধৃত জ্য়োতি মালহোত্রা। সেখান থেকে ফেরার পর ঊনিশে মার্চ পাকিস্তানে যান তিনি। আর বাইশে এপ্রিল পহেলগাঁওয়ে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা। তাহলে জ্য়োতির কাশ্মীর ও পাকিস্তান সফর এবং পহেলগাঁওয়ের জঙ্গি হামলার মধ্য়ে কি কোনও সম্পর্ক আছে? তা-ই এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পাশাপাশি জ্য়োতি গেছিল বাংলাদেশ এবং চিনেও। যে প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কে এখন যথেষ্ট টেনশন রয়েছে। ইন্টেলিজেন্স ব্য়ুরো সূত্রে খবর, একবছর ধরে জ্য়োতি মালহোত্রাকে ট্র্য়াক করছিলেন গোয়েন্দারা। ৩-৪ বার হরিয়ানা পুলিশকে তাঁর গতিবিধির বিষয়ে জানিয়েছিল আইবি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola