PM narendra Modi : কীভাবে পাকিস্তানকে জবাব ? মোদির বাসভবনে পরপর বৈঠক
ABP Ananda LIVE : কীভাবে পাকিস্তানকে জবাব? প্রধানমন্ত্রীর বাসভবনে আবার বৈঠক। গতকাল থেকে মোদির বাসভবনে পরপর বৈঠক । এবার বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ-র সঙ্গে বৈঠক মোদির । গতকাল নৌসেনা প্রধানের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী । জম্মু-কাশ্মীরের বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন মোদি।
Pakistani Citizen Arrest: ৪৫ বছর ধরে এরাজ্যেই বাস, চন্দননগরে গ্রেফতার পাকিস্তানি নাগরিক
চন্দননগরে গ্রেফতার পাক নাগরিক। ধৃত ফতেমা বিবি ৪৫ বছর ধরে চন্দননগরে থাকেন। ১৯৮০ সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছিলেন। তারপর আর ফেরেননি। পুলিশের খাতায় নিখোঁজ ছিলেন।
রাওয়ালপিন্ডি থেকে ভারতে এসেছিলেন। গত ৪৫ বছর ধরে চন্দননগর কুঠিরমাঠ এলাকায় থাকতেন ফতেমা বিবি। চন্দননগরে গ্রেফতার পাকিস্তানী নাগরিক। পুলিশ সূত্রে জানা গেছে ১৯৮০ সালে টুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা। ১৯৮২ সালে চন্দননগরের এক বেকারি মালিক মুজফফর মল্লিকের সঙ্গে বিয়ে হয় তার। তাঁদের দুই মেয়ে। মেয়েদেরও বিয়ে হয়ে গেছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় ফতেমা নিখোঁজ ছিলেন ভিসা নিয়ে আসার এক বছর পর থেকেই।