Operation Shivshakti:জম্মুকাশ্মীরের পুঞ্চে জঙ্গি অনুপ্রবেশ রুখল ভারতীয়সেনা,উপত্যাকায় এবার ‘শিবশক্তি’

ABP Ananda Live: ফের ভারতীয় সেনার সাফল্য, এবার জম্মু কাশ্মীরের পুঞ্চে জঙ্গি অনুপ্রবেশ রুখল ভারতীয়সেনা। এনকাউন্টারে ২ জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন শিবশক্তি। পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর ২ সন্দেহভাজনের গতিবিধি লক্ষ্য করে সতর্ক করে ভারতীয় সেনা। জঙ্গিরা গুলি চালালে পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরা। গুলির লড়াইয়ে মৃত্যু হয় ২ জঙ্গির, তাদের কাছ থেকে ৩টি অস্ত্র উদ্ধার হয়েছে।

 

ভোর রাতে ভয়ঙ্কর ভূমিকম্প রাশিয়ায়, একের পর এক দেশে বিধ্বংসী সুনামি সতর্কতা, তছনছ হতে পারে উপকূল

ভোর রাতে ভয়ঙ্কর ভূমিকম্প রাশিয়ায়। দেশের পূর্ব উপকূলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প । রিখটার স্কেলে মাত্রা ছিল ৮ দশমিক ৭ । ভূমিকম্পের পর জারি করা হয়েছে হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা । বুধবার (৩০ জুলাই) ভোর রাতে রাশিয়ার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে। জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।ভূমিকম্পের পরে প্রশান্ত মহাসাগরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান সহ অন্যান্য দেশে আঘাত আছড়ে পড়তে পারে দৈত্যাকার ঢেউ । সংবাদ সংস্থা এএফপি অনুসারে, মার্কিন সুনামি কেন্দ্র জানিয়েছে যে হাওয়াই এবং রাশিয়ায় তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, এই ভূমিকম্প কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং ভয়াবহ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola