India Pakistan News: উরি, পুঞ্চে ফের পাকিস্তানের গুলি-মর্টার, পাল্টা জবাব ভারতের

ABP Ananda LIVE: উরি, পুঞ্চে ফের পাকিস্তানের গুলি-মর্টার, পাল্টা জবাব ভারতের। ভারতের জবাবের মুখে দিশেহারা পাকিস্তান, লাগাতার গুলি-মর্টার । পাক সেনার টার্গেট নিরীহ ভারতীয়রা, উরিতে ১ মহিলার মৃত্যু, আহত ২ । ভারতের টার্গেট জঙ্গিরা, পাকিস্তানের নিশানায় নিরীহ ভারতীয়রা । পাক সেনার হামলা, পুঞ্চে বেজে উঠল সাইরেন

আরও খবর...

সীমান্তে সংঘর্ষ, পাক ক্ষেপণাস্ত্র মাটিতে ফেলল ভারতীয় সেনা। ভারতের প্রত্যাঘাতে পাঞ্জাবের হোশিয়ারপুরে ভেঙে পড়ল ২টি পাক ক্ষেপণাস্ত্র
সীমান্ত থেকে ১১৭ কিলোমিটার ভিতরে পাক ক্ষেপণাস্ত্র মাটিতে নামাল ভারত। বারবার ভারতের আকাশসীমায় ঢোকার চেষ্টা পাক ফাইটার জেটের। গত ২৪ ঘণ্টায় অন্তত ২০০ বার ভারতের আকাশসীমায় ঢোকার চেষ্টা পাক ফাইটার জেটের। গতরাত থেকে ৫০টি ড্রোন মাটিতে নামিয়েছে ভারতীয় সেনা। শুধু পাঞ্জাব সীমান্তেই ৩১টি ড্রোন ধ্বংস। ভারতের আধুনিকতম আকাশ-সুরক্ষা বর্মে দাঁত ফোটাতে ব্যর্থ পাকিস্তান

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola