Pamela Goswami: পামেলাকাণ্ডে উদ্ধার চাঞ্চল্যকর অডিও ক্লিপ

Continues below advertisement

পামেলাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার হল। পামেলার ফোন থেকে উদ্ধার অডিও ক্লিপ, কোকেন কাণ্ডে দাবি পুলিশ সূত্রে। আজ পামেলা অভিযোগ করেন, "রাকেশ সিং শ্লীলতাহানি করেছে দিনের পর দিন। থানায় অভিযোগ জানাতে গেলে আমায় হুমকিও দেয় রাকেশ সিং। অ্যাসিড মারবে বলে হুমকি দেয়। আমার ঘনিষ্টদের ক্ষতি বলেও হুমকিও দেয়। থানার ওসি অমিত শঙ্কর মুখোপাধ্যায়ের প্রতি আমার অভিযোগ রয়েছে। অভিযোগ জানাতে গেলে রাকেশ সিং আমায় ফাঁসানোর হুমকি দিয়েছে। বিজেপির প্রতি আমার কোনও অভিযোগ নেই। আমার আস্থা আছে আইনের উপর। "সিবিআই (CBI) লাগিয়ে দিন। আপনাদের জেদের চেয়ে দ্বিগুণ জেদ আমার আছে।" কয়লাকাণ্ডে স্ত্রী ও শ্যালিকাকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ নিয়ে মোদি সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। কাটমানি, তোলাবাজি থেকে নারী নিরাপত্তা, ব্য়ারাকপুরের সভা থেকে এই ইস্যুগুলিতেই ভর করে তৃণমূলকে (TMC) আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসকদলও। বামেদের সঙ্গে আইএসএফের (ISF) জোট-রফা চূড়ান্ত। আইএসএফকে ৩০টি আসন ছাড়ছে বামেরা। আজ দিনভর বৈঠকের পর মিলল রফাসূত্র। কংগ্রেসের সঙ্গে আইএসএফের এখনও চূড়ান্ত রফা বাকি। শনিবার কলকাতায় থাকবেন অধীর চৌধুরী। অন্যদিকে বিজেপি নেতা অনুপম হাজরার শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছাল সাইবার সেল। বিজেপি নেতার বাড়িতে নোটিস লাগাল পুলিশ। জোড়াবাগানে বালিকা খুনে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য। মন্তব্যের জেরে বাড়িতে নোটিস লাগাল পুলিশে। মুকেশ অম্বানির বাড়ির সামনে গাড়ি ভর্তি বিস্ফোরক উদ্ধার। একটি পরিত্যক্ত গাড়ি থেকে জিলেটিন স্টিক উদ্ধার। তদন্তে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। জানালেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। মুম্বই নাশকতার ছক ছিল? তদন্তে পুলিশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram