Loksabha:সহমত নয়,স্পিকার পদে এবার লড়াই,স্পিকার নির্বাচন নিয়ে কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল?

Continues below advertisement

ABP Ananda LIVE: স্পিকার নির্বাচন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূস গয়াল বলেন, "সকালে রাজনাথ সিংহ মল্লিকার্জুন সিংহের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু কে সি বেণুগোপাল কথা বলবেন, তিনি ব্যস্ত আছেন বলে জানান খডড্গে। কিন্তু টিআর বালু এবং কেসি বেণুগোপালের সঙ্গে কথা বলে দেখা যায়, সেউ আগের মানসিকতা নিয়েই চলতে চাইছেন, আধিপত্য কায়েম করতে চাইছেন অধিবেশনে। প্রথমে ডেপুটি স্পিকারের পদ বিরোধীদের দিতে হবে, তবে সিদ্ধান্ত বলে জানানো হয়। এই ধরনের রাজনীতি নিন্দনীয়।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের কাছ থেকে গঠনমূলক সমর্থন চেয়ে বার বার যে বুলি আওড়াচ্ছেন, তা অর্থহীন, আসলে ভিতরে ভিতরে অন্য চক্রান্ত চলছে বলে মন্তব্য করেন রাহুল। মোদি দেশের সামনে এক কথা বলছেন, ভিতরে ভিতরে আর এক কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁদের নেতাদের অপমান করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। অখিলেশ যাদব, তৃণমূল নেতৃত্বও এ নিয়ে একমত পোষণ করেন। বরাবর ডেপুটি স্পিকার বিরোধীদের দেওয়ার রীতি হলেও, মোদি সরকার সংসদীয় সেই নীতি মানছেন না বলে অভিযোগ করেন। যদিও রাজনাথের দাবি, কাল থেকে খড়্গের সঙ্গে তিন বার কথা হয়েছে তাঁর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram