Dev: লোকসভায় সাংসদ পদে শপথ নিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব | ABP Ananda LIVE
Parliament Session: লোকসভায় সাংসদ পদে শপথ নিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। তিনি কিছু ব্যক্তিগত কারণের জন্য এর আগে শপথ নিতে পারেননি। আজকে শপথ পাঠ করলে তৃণমূল সাংসদ দেব।
'রাজনাথ সিংহজি(Rajnath Singh) খাড়গেজিকে(mallikarjun Kharge) ফোন করে বলেছিলেন, আমাদের প্রার্থীকে সমর্থন করুন'। 'বিরোধীরা তখনই সবাই মিলে ঠিক করেন, স্পিকারকে সমর্থন করা হবে'। 'প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধীদের সরকারের সঙ্গে গঠনমূলক সহযোগিতা করতে হবে'। 'কিন্তু রীতি হচ্ছে ডেপুটি স্পিকার বিরোধীদের থেকে হতে হবে'। গঠনমূলক সহযোগিতার কথা বলে এভাবে বিরোধীদের অপমান করা হচ্ছে, প্রতিক্রিয়া রাহুল গাঁধীর। শপথ নিলেন তৃণমূল TMC MP) সাংসদ কল্যাণ (Kalyan Banerjee) এবং রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। সংসদে বিরোধী ঐক্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফাটল? 'কংগ্রেসের থেকে কোনও যোগাযোগ করা হয়নি। একতরফা সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। 'এটা দুর্ভাগ্যের', স্পিকার পদে প্রার্থী ঘোষণা নিয়ে মন্তব্য ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee Claims Unilateral Decision By Congress On Speaker Candidate)। সঙ্গে সংযোজন, 'এর পর সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পিকার নির্বাচন ঘিরে যে টানাপোড়েন তৈরি হতে চলেছে, তা টের পাওয়া যাচ্ছিল গত কয়েক দিন ধরেই। শপথ নিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। ABP Ananda Live