Narendra Modi: দ্বিতীয়বার স্পিকার হলেন ওম বিড়লা, নতুন ইতিহাস তৈরি হল: মোদি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: শাস্ত্রে কথিত আছে বিনম্র ও মিষ্ট স্বাভাবের ব্যক্তি সব সময় সফল হয়। আপনার কাঁধে অনেক বড় দায়িত্ব। আপনি সদর্থক ভূমিকা নেবেন আশা করি। গত ২০ বছেরের বেশিরভাগ স্পিকার হয় লড়াই করেনি বা লড়লেও জয়ী হননি। আপনি জয়ী হয়ে নতুন ইতিহাস তৈরি করেছেন। এই সংসদে আমাদের বেশরভাগ সাংসদ আপনাকে চেনে, আপনার জীবন সম্পর্কে পরিচিত। একজন সাংস হিসেবে আমি বলব আপনি সাংসদ হিসেবে যে ভাবে কাজদ করেন তার থেকে অনেক কিছু শেখার আছে। যা আমাদের তরুণ সাংসদের অনুপ্রেরণা দেবে। আপনি আপনার নির্বাচনী এলাকায় প্রসূতি ও নবজাতদের জন্য যে ব্যবস্থা করেছেন তা প্রশংসনীয়। আপনি গরিবদের সেবায়ও প্রচুর কাজ করেন। আপনার গত ৫ বছরের কার্যকাল সংসদীয় ইতিহাসের স্বর্ণযুগ। এই সব সংসদে বহ ঐতিহাসিক কাজ হয়েছে। ভবিষ্যতে এই বিষয়ে লিখিত থাকবে। ভারতকে দিশা দেওয়াতে আপনার কার্যালের ভূমিকা গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। দেশের জন্য মজবুত ভিত তৈরি করেছে এই সব বিল। গত ৭০ বছরে যা হয়নি আপনার কার্যকালে তা করে দেখানো হয়েছে। আমার বিশ্বাস দেশ এই নিয়ে গৌরব করবে। দেশ ভারতে আধুনিক বানাতে তৎপর। নতুন সংসদ ভবন আমৃতকালের ভবিষ্যত লেখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথমবার আপনি সাংসদের ব্রিফংয়ের ব্যবস্থা করেছেন। জি২০ ভারতের সফলতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনি জি২০ ভূক্ত দেশগুলির স্পিকারদের নিয়ে পি২০র আয়োজন করেন। যা ভারতে গৌরবকে কয়েকগুন বাড়িয়েছে। এই সংসদ ১৪০ কোটি দেশবাসীর আশার কেন্দ্র। করোনার সময় আপনি প্রতি সাংসদের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেছে তাদের স্বাস্থ্যের হালের খোঁজ নিয়েছেন। কেউ অসুস্থ হলে লাগাতার তার খোঁজ নিয়েছেন। করোনার সময় সংসদে ১০৭ শতাংশ প্রডাক্টিভিটি যা ইতিহাস রচনা করেছে। আপনাকে অনেক শুভেচ্ছো: মোদি।