Lok Sabha Speaker: পরপর দুবার, ফের লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা | ABP Ananda LIVE

Parliament Session: পরপর দুবার। ফের লোকসভার স্পিকার (lok sabha)হলেন ওম বিড়লা(OM Birla)। ধ্বনি ভোটে জয়ী হল NDA প্রার্থী। বিরোধীরাই দেশের কণ্ঠস্বর। বিরোধীদের কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করার অনুমতি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ওম বিড়লাকে শুভেচ্ছা জানিয়ে বললেন রাহুল গান্ধী।

একদিকে ফুটপাথ দখলমুক্ত করতে যখন কড়া প্রশাসন, অন্যদিকে দেখা গেল ভিন্ন ছবি। বেহালা ম্যানটনে ডায়মন্ডহারবার রোডের পাশে ফুটপাথজুড়ে রয়েছে তৃণমূলের কার্যালয়। আবার, জহরলাল নেহেরু রোডের পাশের ফুটপাথের একটা বড় অংশজুড়ে হকার্স সুরক্ষা ইউনিয়নের একাধিক অস্থায়ী অফিস।  সোমবার মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর, ফুটপাথ দখলমুক্ত করতে অ্য়াকশন মোডে পুলিশ প্রশাসন। ভাঙা হচ্ছে অস্থায়ী দোকান...খালি হচ্ছে ফুটপাথ...তবে, বুধবার যে বেহালার ফুটপাথ দখলমুক্ত করতে বুলডোজার চলেছে, সেখানেই দেখা গেল আরেকছবি। বেহালা ম্যানটনে ডায়মন্ডহারবার রোডের পাশে ফুটপাথজুড়ে রয়েছে তৃণমূলের কার্যালয়। স্থানীয়রা বলছেন, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতার হওয়ার পর থেকেই বন্ধ রয়েছে এই পার্টি অফিস।  স্থানীয়রা বলছেন, পার্থ চট্টোপাধ্য়ায় যখন জেলের বাইরে ছিলেন, তখন তিনি মাঝেমধ্য়ে আসতেন এই পার্টি অফিসে। ক্য়ারামবোর্ড থেকে চেয়ার, টেবল ফ্য়ান, আলমারি - কী নেই...মাথার উপরে বড় বড় পোস্টার...ধর্মতলার মোড়ে, জহরলাল নেহেরু রোডের পাশের ফুটপাথের একটা বড় অংশজুড়ে হকার্স সুরক্ষা ইউনিয়নের অফিস।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola