PM Modi: মধ্যবিত্তদের জন্য করছাড়ের ঘোষণার পর সংসদে ভাষণ মোদির
ABP Ananda Live: মধ্যবিত্তদের জন্য করছাড়ের ঘোষণার পর সংসদে ভাষণ। আর তাতে বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন তিনি। তাঁর দাবি, একসময় দেশ জুড়ে ‘গরিবি হটাও’ স্লোগান শোনা গেলেই, তাঁর সরকারেই ২৫ কোটি ভারতীয়কে দারিদ্র থেকে মুক্তি দিয়েছে।
চলতি বাজেট অধিবেশনে মঙ্গলবার সংসদে বক্তৃতা করেন মোদি। সেখানে ইন্দিরা গাঁধর প্রসঙ্গ টেনে কংগ্রেসকে খোঁচা দেন তিনি। বলেন, “গত পাঁচ দশক ধরে গরিবি হটাও স্লোগান শুনে এসেছি আমরা। এখন আমরা ২৫ কোটিকে দারিদ্র থেকে তুলে এনেছি।”
তাঁর সরকারের কৃতিত্ব তুলে ধরতে গিয়েও বিরোধীদের নিশানা করেব মোদি। একদিন আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী ‘মেক ইন ইন্ডিয়া’র ব্যর্থতা নিয়ে সরকারকে নিশানা করেন। আজ জবাব দিতে গিয়ে মোদি বলেন, “আমরা গরিব মানুষের জন্য কী করেছি, তা রাষ্ট্রপতি নিজের ভাষণে বলেছেন। যাঁরা কুঁড়েঘরে গিয়ে ছবি তোলেন, গরিব মানুষকে নিয়ে আলোচনা হলে তাঁদের একঘেয়ে লাগে।”
মোদির দাবি, কিছু নেতা ‘জাকুজি’, আধুনিক শাওয়ারকে প্রাধান্য দেন। তাঁর সরকার প্রত্যেক ঘরে জলের সংযোগ পৌঁছে দেওয়াকে গুরুত্ব দিয়েছে। ১২ কোটি পরিবারের কাছে পানীয় জল পৌঁছে দিয়েছে তাঁর সরকার। একসময় তাঁর “স্বচ্ছতা‘ অভিযানকেও কটাক্ষ করা হতো বলে মন্তব্য করেন মোদি।