Parliament Session: শাহের বক্তব্য বিকৃতির অভিযোগে রাহুলের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস
Continues below advertisement
ABP Ananda Live: অম্বেডকর-বিতর্কে সংসদে তুলকালাম। শাহের বক্তব্য বিকৃতির অভিযোগে রাহুলের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস। গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ বিজেপির। পাল্টা পথে কংগ্রেস।
আচ্ছা, আমরা কেন জনপ্রতিনিধিদের ভোট দিয়ে সংসদে পাঠাই? কারণটা কিন্তু খুব স্পষ্ট। তাঁরা আমাদের, মানে সাধারণ মানুষের দাবি-দাওয়া নিয়ে সংসদে কথা বলবেন, দাবি আদায় করে আনবেন বলে। কিন্তু কাল সংসদ চত্বরে আমরা কী দেখলাম! দেখলাম, হাতাহাতিতে জড়িয়েছেন সাংসদরা! বিরোধী সাংসদের কাছে আসা নিয়ে আপত্তি তুলছেন, শাসক দলের মহিলা সাংসদ! বিরোধী শিবিরের প্রবীণ সাংসদ আবার তাঁকে নিগ্রহের অভিযোগ তুলছেন। কে ঠিক, কে ভুল আমরা জানি না। আমরা শুধু বলছি, গণতন্ত্রের পীঠস্থানে ওঠা এইসব অভিযোগগুলো সত্য়ি হলে, তা মারাত্মক! আর মিথ্য়ে হলে, আরও মারাত্মক! দেখুন, সংসদে লজ্জার সেই ছবিগুলো।
Continues below advertisement