Parliament Winter Session 2025Parliament Winter Session 2025 Live: SIR-আঁচে উত্তাল সংসদ, দফায়-দফায় অধিবেশন মুলতুবি
ABP Ananda Live: কলকাতার মতো SIR-এর আঁচে আজ শীতকালীন অধিবেশনের প্রথম দিনই উত্তপ্ত হল সংসদ। দুই কক্ষেই দফায় দফায় বিক্ষোভ দেখাল বিরোধীরা। পাল্টা খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বললেন, "নাটক করার অনেক জায়গা আছে, যাঁরা করতে চান, করতে পারেন।' পাল্টা BLO ও ভোটারদের মৃত্য়ুকে সামনে রেখে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের প্রশ্ন, চল্লিশজনের মৃত্য়ু আপনার কাছে নাটক মনে হল! প্রিয়াঙ্কা গান্ধী কটাক্ষ করে বললেন, মানুষের ইস্য়ু নিয়ে গণতান্ত্রিক আলোচনা না করাই হচ্ছে আসল নাটক। SIR নিয়ে আলোচনার দাবিতে এদিন শুরু থেকেই লোকসভায় সরব ছিল বিরোধীরা।
হট্টগোলের জেরে দফায় দফায় মুলতবি হয় অধিবেশন। অন্যদিকে, রাজ্যসভাতেও SIR নিয়ে আলোচনার দাবিতে ওয়াকআউট করে বিরোধীরা। পরে শমীক ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, "ওয়াকআউট যেটা করছে সেটা প্র্যাক্টিস করছেন। কারণ ২৬-এ ওয়াকআউট করে যেতে হবে"।
কমিশনে গিয়ে বিস্ফোরক অভিযোগ করল সিপিএম
ভোট করাবে নির্বাচন কমিশন!আর রাজ্য়ে তার প্রতিনিধি মুখ্য় নির্বাচনী আধিকারিক!এই পরিস্থিতিতে সোমবার CEO অফিসে গিয়ে বিস্ফোরক অভিযোগ করল সিপিএম। দক্ষিণ ২৪ পরগনার কুলপির এক তৃণমূল নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য় শমীক লাহিড়ি। কমিশনে অডিও ক্লিপ জমা দিয়ে সিপিএমের অভিযোগ, মৃত ভোটারের নাম তালিকা থেকে যাতে বাদ না যায় তার জন্য় মরিয়া চেষ্টা করছে তৃণমূল!
কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, বিভিন্ন জায়গায় এনুমারেশন ফর্মের ছবি তোলা হচ্ছে। একটা বিশেষ অ্যাপ বাজারে চলছে। কেন রাজ্যের শাসক দলের লোকেরা এনুমারেশন ফর্মের ছবি তুলছে আমাদের প্রশ্ন। ওটার নাম হচ্ছে দিদির অ্যাপ। বুঝতে পেরেছেন? ভাল করে খোঁজ নিয়ে দেখুন। ছবি তুলছে, ছবি তুলে এনুমারেশন ফর্ম সেখানে ঢোকানো হচ্ছে। এলাকায় এলাকায় এটা চলছে।