Mahua Moitra: মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগের তদন্তে আজ বৈঠকে লোকসভার এথিক্স কমিটি।ABP Ananda LIVE
'ক্যাশ ফর কোয়েশ্চেন'কাণ্ডে মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগের তদন্তে আজ বৈঠকে লোকসভার এথিক্স কমিটি। মহুয়া মৈত্রর বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ। আজ শুনানিতে ডাকা হয়েছে দুই অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইকে। রেকর্ড করা হবে নিশিকান্ত ও জয় অনন্তের বয়ান, খবর সূত্রে। দ্রুত মহুয়া মৈত্রকেও ডাকতে পারে এথিক্স কমিটি, শোনা যাচ্ছে সে কথাও।
Tags :
TMC MP Mahua Moitra BJP MP Nishikant Dubey Cash For Question Case Parliamentary Ethics Committee