Rahul Gandhi: 'পরমাত্মা মোদির আত্মার সঙ্গে সরাসরি কথা বলেন', লোকসভায় দাঁড়িয়ে মোদিকে আক্রমণ রাহুলের
Rahul Gandhi On New Law : এদিন রাহুল গাঁধী বলেন, ' আমরা সবাই মিলে সংবিধানকে রক্ষা করেছি। এরপরেই তিনি কটাক্ষ করে বলেন, ' ভাল লাগছে, প্রতি দু-তিন মিনিট অন্তর বিজেপি লোকেরা সংবিধান- সংবিধান -সংবিধান করে চলেছে।' এরপরেই তিনি বলেন, 'ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন করলেই প্রতিহিংসা। সংসদে বিরোধী আসনে বসে আমি আনন্দিত ও গর্বিত। আইডিয়া অফ ইন্ডিয়ার উপর হামলা হয়েছে।' মূলত দেশজুড়ে আজ থেকে চালু হল ভারতীয় ন্যায় সংহিতা-সহ ৩ নতুন আইন। আইপিসি-র পরিবর্তে কার্যকর হল ভারতীয় ন্যায় সংহিতা। সিআরপিসি-র পরিবর্তে কার্যকর হল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ভারতীয় সাক্ষ্য আইনের বদলে কার্যকর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। লোকসভায় (lok sabha )রাহুলের (rahul fgandhi)'হিন্দু' মন্তব্যে বিতর্ক, সরব বিজেপি। ক্ষমা চাইতে হবে রাহুল গাঁধীকে, দাবি অমিত শাহের। 'প্রকৃত হিন্দুরা কখনও হিংসা ছড়ায় না। বিজেপিই সবসময় হিন্দু হিন্দু করে ও হিংসা ছড়ায়। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি ভগবানের সম্পর্ক রয়েছে। পরমাত্মা মোদির আত্মার সঙ্গে সরাসরি কথা বলেন', লোকসভায় দাঁড়িয়ে মোদিকে আক্রমণ রাহুলের। রাহুল গাঁধীকে পাল্টা আক্রমণ মোদি, শাহের।