উত্তর দিনাজপুরের কুলিক নদী বাঁধে ধস, রায়গঞ্জ শহর প্লাবিত হওয়ার আশঙ্কা
Continues below advertisement
উত্তর দিনাজপুরে কুলিক নদীর বাঁধের একাংশে ধস। রায়গঞ্জ শহর প্লাবিত হওয়ার আশঙ্কা। আতঙ্কিত স্থানীয়রা। যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কুলিক নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এই বিপত্তি।
Continues below advertisement
Tags :
Dam Collpased ABP News Live Bengali Kulik River Raiganj ABP Ananda LIVE North Dinajpur Abp Ananda Kaliaganj