‘বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করতে চাইছেন’, রাজ্যপালের চিঠি প্রসঙ্গে কটাক্ষ পার্থর
বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করতে চাইছেন রাজ্যপাল, কার্যত এই ভাষাতেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে আক্রমণ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘রাজ্যপাল রোজ সরকারকে বিব্রত করছেন। বিরোধীরা আর রাজ্যপাল একই সুরে কথা বলছেন।”
Tags :
State Vs Governor Jagdeep Dhankar Corona Fight Governor Partha Chatterjee Abp Ananda West Bengal TMC BJP