Party In HHI: করোনাকালে রাতভর পার্টি HHI-তে , সিসি ক্য়ামেরার ফুটেজ দিল না হোটেল কর্তৃপক্ষ

Continues below advertisement

ফের করোনা বিধিকে বুড়ো আঙুল। পার্ক হোটেলের মতো শিলিগুড়িতেও (Siliguri) উঠল পার্টি করার অভিযোগ। হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে (Hotel Hindusthan International) পার্টির ফুটেজ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। আবগারি দফতরের আধিকারিকরা এখনও সিসি ক্যামেরার (CCTV) ফুটেজ উদ্ধার করতে পারেননি। আবগারি দফতরের কাছে হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে, করোনাকালে (Corona) রক্ষণাবেক্ষণ না হওয়ায়, সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করা যাচ্ছে না। অভিযোগ, আবগারি দফতরের অফিসাররা যাওয়ার আগেই হোটেলের লবির আলো নিভিয়ে অনেকে পালিয়ে যান। এরই তদন্তে শুক্রবার হোটেলে তদন্তে যান আবগারি দফতরের এক আধিকারিক। সূত্রের দাবি, হোটেলের এক আধিকারিকের কাছে জানতে চাওয়া চাওয়া হয় কেন আলো নেভানো হয়? পার্টির জন্য় কার নামে নেওয়া হয় ভাডা়? হোটেল হিন্দুস্থানে পার্টি বিতর্কের মধ্য়ে আবগারি দফতরের কাছে ফুটেজ জমা দিয়েছে পার্ক হোটেল (Park Hotel) কর্তৃপক্ষ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram