করোনা নিয়ে মানুষকে ভয় কাটাতে হবে, ভিডিও কনফারেন্সে বার্তা রাহুল গাঁন্ধীর
Continues below advertisement
ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হাইপার টেনশন, ক্রনিক ইনফেকশন, ফুসফুসে সংক্রমণ। এই অসুখগুলো যাঁদের আছে, করোনা তাঁদের শরীরেই বেশি প্রভাব ফেলছে। কিন্তু বাকিদের ক্ষেত্রে করোনা তেমন সাংঘাতিক অসুখ নয়, মন্তব্য রাহুল গাঁধীর। তিনি জানালেন, করোনা নিয়ে মানুষকে ভয় কাটাতে হবে। উদ্যোগী হোক সরকার।
Continues below advertisement