Petrol Diesel Price Hike: পেট্রোপণ্যে পরোক্ষ কর কমানোর পরামর্শ RBI-এর গভর্নরের, 'আনা হোক GST-র আওতায়', মত পেট্রোলিয়াম মন্ত্রীর

Continues below advertisement

গত কয়েকদিন ধরে লাগাতার ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price)। দাম কমানোর পরামর্শ দিলেন রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর। কেন্দ্রকে পেট্রোপণ্যে পরোক্ষ কর (Tax) কমানোর পরামর্শ দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। অন্যদিকে পেট্রোলিয়াম মন্ত্রীর দাবি, পেট্রোল ও ডিজেল জিএসটির (GST) আওতায় আনা হলে সুবিধা হবে জনতার। এব্যাপারে রাজ্যগুলিকে জিএসটি কাউন্সিলগুলির সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার কথাও বলেছেন তিনি। প্রসঙ্গত, বছরের শুরু থেকেই লাগাতার বাড়ছে জ্বালানি তেলের দাম। গত দুইদিন স্থির থাকার পর মঙ্গলবার ফের লিটার প্রতি ৩৫ পয়সা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এই পরিস্থিতিতে নিজের ভাগের সেস থেকে লিটার প্রতি ১ টাকা ছাড়ের ঘোষণা করে রাজ্য সরকার। তবে তা কতটা সুবিধাজনক হবে তা নিয়ে সন্দেহ রাজ্যবাসীর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram