Petrol-Diesel Price: 'আর পারা যাচ্ছে না', কলকাতা থেকে জেলা, জ্বালানির জ্বালা থেকে রেহাই চাইছে জনতা| Bangla News
বাংলায় সেঞ্চুরি ডিজেলেরও। ৪ জেলায় ১০০ পার করল ডিজেলের দাম। পুরুলিয়ার ঝালদায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০৯ টাকা ১১ পয়সা, ডিজেলের দাম ১০০ টাকা ৩২ পয়সা। দার্জিলিঙে পেট্রোল বিক্রি হচ্ছে ১০৯ টাকা ৩০ পয়সা দরে। সেখানে ডিজেলের দাম ১০০ টাকা ২৯ পয়সা। আলিপুরদুয়ারে পেট্রোলের দাম ১০৮ টাকা ৯৬ পয়সা, ডিজেলের দাম ১০০ টাকা ১৭ পয়সা। কোচবিহারে লিটারে পেট্রোল বিক্রি হচ্ছে ১০৮ টাকা ৮৬ পয়সা, সেখানে ডিজেলের দাম ১০০ টাকা ৮ পয়সা। কলকাতায় লিটারে ৩৪ পয়সা বেড়ে শহরে পেট্রোলের নতুন দাম হল ১০৭ টাকা ৭৮ পয়সা। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটারে ৯৯ টাকা ৮ পয়সা। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সবজি সবকিছুরই দাম বাড়ছে। পকেটে টান পড়ছে মধ্যবিত্তের।
কোচবিহারের এক অটোচালকের বক্তব্য, "দাম ক্রমাগত বেড়েই চলেছে। আমাদের ক্ষতি হচ্ছে। ক্ষতি হলে গাড়ি চালাব কী করে।" অপর এক ব্যক্তি বলেন, "ডিজেল ১০০ ছুঁয়ে গেছে। গ্যাসের দাম ৯৫০ টাকা প্রায়। সর্ষের তেলের দাম প্রায় ২০০ টাকা। আর পারা যাচ্ছে না।"
অন্যদিকে নদিয়া এবং পুরুলিয়ার ক্রেতাদের কথায়, পেট্রোল-ডিজেলের দাম ক্রমাগত বেড়ে চলায় সাধারণ মানুষের খুবই সমস্যা হচ্ছে। চাষেও সমস্যা হচ্ছে। ডিজেল দিয়ে মেশিন চলে। পেট্রোল যেভাবে দাম বাড়ছে গাড়ি বেচে তেল কিনতে হবে বলে মনে হচ্ছে।"