Plane Crash: দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নেপথ্যের কারণ কী?

Continues below advertisement

South Korea: আকাশ থেকে সটান রানওয়েতে নেমে আসার কথা ছিল। সব ঠিকঠাকই চলছিল প্রথমে। কিন্তু হঠাৎই মাটি ছোঁয়ার মুহূর্তে রানওয়ে ছেড়ে ডানদিক ঘেঁষে এগোতে থাকে বিমানটি। তীব্র গতিতে গিয়ে ধাক্কা মারে সামনের দেওয়ালে। আর সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ। আগুনের গ্রাসে চলে যায় গোটা বিমান। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারিদিক। সকাল সকাল দক্ষিণ কোরিয়ায় যে বিমান দুর্ঘটনা ঘটল, তার এমনই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। রবিবার স্থানীয় সময় সকাল ৯টা বেজে ৭ মিনিটে এই দুর্ঘটনা ঘটে দক্ষিণ কোরিয়ার দক্ষিণের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি Jeju Air Plane সংস্থার। তাইল্যান্ডের ব্যাঙ্কক থেকে ফিরছিল বেমানটি। ঠিক অবতরণের মুহূর্তেই দুর্ঘটনা ঘটে। ভেঙে পড়ে বিমানটি। বিমানে সওয়ার ছিলেন ১৮১ যাত্রী। দুই যাত্রী ছাড়া তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram