Plastic Rice: রেশনে দেওয়া হচ্ছে 'প্লাস্টিক' চাল! বিধানসভায় চাঞ্চল্যকর দাবি

Continues below advertisement

রেশনে (Ration) দেওয়া হচ্ছে 'প্লাস্টিক' চাল (Plastic Rice)! এবার বিধানসভায় (West Bengal Assembly) চাঞ্চল্যকর দাবি বিজেপি বিধায়ক (BJP MLA) তাপসী মণ্ডলের (Tapasi Mondal)। যদিও বিজেপি বিধায়কের এই দাবিকে নস্যাৎ করেছে তৃণমূলের মন্ত্রী। বিধানসভায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, 'প্লাস্টিক চাল বলে কিছু হয় না, ফর্টিফায়েড চাল দেওয়া হচ্ছে'।                                                           

তাপসী মণ্ডলের দাবির বিরুদ্ধে খাদ্যমন্ত্রী বলেন, 'প্লাস্টিক চালের ধারণা থেকে সরে আসুন। পুষ্টিকর ফর্টিফায়েড চাল নিয়ে প্রচার করুন। প্লাস্টিক চাল বলে কিছু হয় না, ফর্টিফায়েড চাল দেওয়া হচ্ছে'। বিধানসভায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, 'পুষ্টিকর ফর্টিফায়েড চাল নিয়ে প্রচার করুন'। 

প্লাস্টিক চাল কি সত্যি হয়? 

বিজ্ঞান বলে, ভাত হল কার্বোহার্ড্রেট। সেটির সঙ্গে প্লাস্টিক মেশালে যখন ফুটন্ত জলে দেওয়ায় হবে তখন তা প্লাস্টিকের মতো ইলাস্টিক হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে প্লাস্টিক গলানো হলে সেটা তরলে রূপান্তরিত হয় অথবা তার আকার আকৃতির পরিবতর্ন হয়ে যায়। সেটি যদি প্লাস্টিক চালও হয় তার আকার রান্নার পর ভাতের আকারে থাকার কথা নয়। 


ফর্টিফায়েড চাল কী? 

ধান থেকে চাল তৈরির সময় চালের মধ্যে থাকা বিভিন্ন ভিটামিন, খনিজ পদার্থ বাদ পড়ে যায়। এর ফলে চালের পুষ্টিগুণ কিছুটা কমে যায়। ‘ফর্টিফিকেশন’ পদ্ধতিতে সেই ভিটামিন, খনিজ পদার্থ আবার চালে যুক্ত করা সম্ভব। সেই চালের ভাত খেলে অনেক বেশি পুষ্টিগুণ পাওয়া যায়, এর আগে খাদ্য দফতর সূত্রে এমনটাই জানান হয়েছিল। 

আরও পড়ুন, ক্রমশ উর্ধ্বমুখী টম্যাটোর দাম! এরপর ধরাছোঁয়ার বাইরে চলে যাবে সবজির মূল্যও

চালের থেকে আকারে বেশ কিছুটা বড় ও পুরু এই বিশেষ ধরনের কণা দেখে সেগুলি প্লাস্টিক চাল বলে এর আহেও আশঙ্কা প্রকাশ করেছিলেন একাধিক স্কুল-অঙ্গনওয়াড়ির কর্মীরা। সেই সময় জেলা প্রশাসন সূত্রে খবর, বড় আকারের ওই চালের দানাগুলি আসলে ফর্টিফায়েড রাইস। এর মধ্যে রয়েছে আয়োডিন, ভিটামিন বি-১২, ফলিক অ্যাসিড, আয়রন। চালের ওপর ভিটামিন ও খনিজের আবরণ দিয়ে তৈরি হয় ফর্টিফায়েড রাইস। পুষ্টিগুণ বাড়াতেই চালের মধ্যে কিছু সংখ্যক ফর্টিফায়েড রাইস মিশিয়ে বিলি করা হচ্ছে, এমনটাই দাবি করা হয়েছিল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram