PM Modi: 'আমি চাই কংগ্রেস ৪০ আসন রক্ষা করুক', মমতার মন্তব্যকে হাতিয়ার করে খোঁচা মোদির
মমতার মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে কটাক্ষ মোদির। 'পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে, কংগ্রেস ৪০ পার করতে পারবে না'। 'আমি চাই কংগ্রেস ৪০ আসন রক্ষা করুক'। তৃণমূল নেত্রীর মন্তব্যকে হাতিয়ার করে রাজ্যসভায় বিরোধীদের খোঁচা প্রধানমন্ত্রীর।