PM Modi: 'কিছু মানুষ দেশবাসীর রায়কে ব্ল্যাকআউটের চেষ্টা করছে..', বিরোধীদের নিশানা মোদির

Continues below advertisement

PM Modi: এদিন প্রধানমন্ত্রী বলেন,  '৬ দশক পর দেশবাসী পরপর ৩ বার একই সরকারে ভরসা রেখেছেন। কিছু মানুষ জেনেবুঝে দেশের মানুষের রায়কে ব্ল্যাকআউট করার চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত তাদেরই পরাজয় হচ্ছে।' মোদির সংযোজন, 'কিছু লোক ফিরিয়ে নিয়েছে। কিছু লোক বুঝতে পারেনি কিছুই। তবে যারা বুঝতে পেরেছেন, তাঁরা দিক এমন বদলে দিয়েছেন, যাতে দেশের আমজনতার বিবেকবুদ্ধি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে ঢেকে দেওয়া যায় !' এরপর তিনি বলেন, 'কংগ্রেস বারবার বলছে, এক তৃতীয়াংশ সরকার। এক তৃতীয়াংশ হয়েছে, আরও দুই তৃতীয়াংশ বাকি আছে। এই নির্বাচনে বিরোধীদের অ্যাজেন্ডাকে পরাস্ত করেছে দেশবাসী।'

হাথরসকাণ্ডে কংগ্রেস নেতা খাড়গে বলেন, অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে মানুষ এখানে জমা হয়। এর জন্য নির্দিষ্ট কোনও আইন নেই। এই ধরণের সৎসঙ্গের অনুষ্ঠানে কোথায় করা উচিত ?  কত জায়গা নিয়ে করা উচিত ? কাছাকাছি কটি হাসপাতাল রয়েছে ? এগুলি অধরাই রয়ে যায় বলেই দাবি খাড়গের। এত বড় দুর্ঘটনা হল, এবার এটা নিয়ে আইন হওয়া উচিত। তাতে সত্যিকারের ভক্তরাই শুধু আসবেন। ভুয়োরা যারা আশ্রম বানিয়ে ভক্তদের থেকে টাকা লুঠ করছেন, তাঁরা বিদায় নেবেন। এরপরেই হাথরাসকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়ার দাবি জানিয়েছেন  বর্ষীয়ান কংগ্রেস নেতা। ABP Ananda LIVE 

 

 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram