PM Modi: দেশ এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা অকল্পনীয় এবং অভূতপূর্ব: মোদি

ABP Ananda Live: অপারেশন সিঁদুরের পর প্রথমবার গুজরাতে। যে গুজরাত থেকেই ১১ বছর আগে তাঁর দিল্লি যাত্রা। ২৬ মে দাহোদের জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদি ফিরলেন সেই অতীতে। গুজরাতের মানুষকে অভিবাদন জানিয়ে বললেন, "আজ ২৬শে মে। ২০১৪ সালে এই দিনেই আমি প্রথমবার মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করি... প্রথমে গুজরাতের মানুষ আমাকে আশীর্বাদ করেছিলেন, তারপর কোটি কোটি ভারতীয় আমাকে আশীর্বাদ করেন..." 

এদিন গুজরাতে অনেকগুলি প্রকল্পের শিলান্যাস করতে এসেছেন তিনি। তাঁর দুদিনের সফর শুরু হয়েছে বিরাট এক রোড  শো দিয়ে। আর তাতে ঢল নেমেছে জনগণের। তেরঙ্গা আর জয়ধ্বনিতে সৃষ্টি হয়েছে গায়ে কাঁটা দেওয়া আবহ। দেশের মানুষ অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। তিনিও জানিয়েছেন প্রতিনমস্কার। 

 

প্রাক বর্ষায় রাজ্য জুড়ে দফায় দফায় বৃষ্টি, বাঁকুড়ায় বাজ পড়ে শিশুর মৃত্যু

প্রাক বর্ষায় রাজ্য জুড়ে দফায় দফায় বৃষ্টি। দিনভর বৃষ্টি, বাঁকুড়ায় বাজ পড়ে শিশুর মৃত্যু। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে ৩দিন সব জেলায় বৃষ্টির সম্ভাবনা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola