PM Modi: সরকার চালাতে সংখ্য়াগরিষ্ঠতা প্রয়োজন, কিন্তু দেশ চালাতে সহমত : প্রধানমন্ত্রী
PM Modi In Parliament : রেল দুর্ঘটনা থেকে প্রশ্নফাঁস, মোদি সরকারকে চাপে ফেলতে এককাট্টা বিরোধীরা। গরিষ্ঠতা হারিয়ে মোদির মুখে সহমত-রাজনীতি। 'সরকার চালাতে সংখ্য়াগরিষ্ঠতা প্রয়োজন, কিন্তু দেশ চালাতে সহমতের প্রয়োজন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে সংবিধান অনুযায়ী চলতে চাই। অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরুর আগে বললেন প্রধানমন্ত্রী। তৃণমূলের একাংশের বিরুদ্ধে হঠাৎই খড়গহস্ত মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কী কারণে? ড্য়ামেজ কন্ট্রোল? শহুরে মানুষের মন ফিরে পাওয়ার চেষ্টা? এই সব প্রশ্নে যখন তোলপাড় হচ্ছে বঙ্গ-রাজনীতি, তখন গোটা দেশ উত্তাল একের পর এক সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নফাঁস এবং লক্ষ লক্ষ পড়ুয়ার অনিশ্চিত জীবন নিয়ে। আর এই আবহেই সংসদ অধিবেশনের শুরুর দিন থেকে নরেন্দ্র মোদি সরকারকে চেপে ধরতে শুরু করল কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীরা। নরেন্দ্র মোদি থেকে থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সাংসদ হিসাবে শপথগ্রহণের সময় বিরোধী বেঞ্চ থেকে উঠল স্লোগান। সংবিধান হাতে তুলে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা। ABP LIVE