Ram Mandir: রামলালার কপালে তিলক আঁকল সূর্য, হল মহামস্তকাভিষেক। ABP Ananda Live

Ramanavami: অযোধ্য়ায় মহামস্তকাভিষেক হল রামলালার। দুপুর ১২ টা বেজে ১৫ মিনিটে রামলালার কপালে তিলক আঁকল সূর্য। একাধিকবার ট্রায়ালের পর, মহামস্তকাভিষেকের জন্য নির্দিষ্ট করা হয় এই সময়। গত ২০ বছরে পৃথিবীর গতিবিধি অনুযায়ী অযোধ্যার আকাশে সূর্যের সঠিক দিক নির্ধারণ করেন বিজ্ঞানীরা। এরপর, মন্দিরের উপরের অংশে আয়না বসানোর স্থান ও কোণ নির্দিষ্ট করা হয়। দীর্ঘ আলোচনার পর রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা রামলালার কপালে সূর্য তিলক সাজানোর উদ্যোগ নেন। সূর্যের রশ্মি রামলালার কপালে পর্যন্ত পৌঁছে দিতে কোথাও বিদ্যুৎ ব্যবহার করা হয়নি। ব্যবহার করা হয়েছে অপ্টোমেকানিকাল সিস্টেমের আওতায় থাকা উচ্চমানের আয়না ও লেন্স। সূর্যরশ্মি প্রথমে পড়ে মন্দিরের উপরের স্তরে বসানো আয়নায়। এরপর তিনটি লেন্সের মধ্যে দিয়ে গিয়ে সেই রশ্মি প্রতিফলিত হয় দ্বিতীয় স্তরে রাখা আয়নায়। এরপর রামলালাক কপালে তৈরি হয় ৭৫ মিলিমিটারের তিলক। যা স্থায়ী হয় প্রায় ৪ মিনিট পর্যন্ত। ABP Ananda Live  

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola