Narendra Modi: আমি দেশবাসীকে যে গ্যারান্টি দিয়েছি, তা পূরণ করার পথে এগিয়ে চলেছি: নরেন্দ্র মোদি
Continues below advertisement
ABP Ananda LIVE: 'সংসদের এই অধিবেশনের দিকে দেশবাসী তাকিয়ে আছে'। 'এটা গর্বের বিষয় যে, প্রায় ৬০ বছর পর কোনও সরকার ৩ বার ক্ষমতায় এল'। 'এটা গোটা দেশের কাছে গৌরবের বিষয়'। 'আমি দেশবাসীকে যে গ্যারান্টি দিয়েছি, তার পূরণ করার পথে এগিয়ে চলেছি'। 'অমৃতকালে আজকের বাজেট আগামী ৫ বছরের দিশা ঠিক করবে'। '২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে উন্নত দেশ হিসেবে উঠে আসবে ভারত'। 'গত ৩ বছরে লাগাতার ৮ শতাংশ হারে বৃদ্ধি হয়েছে'। 'বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগের চূড়ান্ত পর্যায়ে রয়েছে আমরা'। 'নির্বাচিত সব সাংসদ ও রাজনৈতিক দলগুলির কর্তব্য হল আগামী ৫ বছর দেশের জন্য লড়াই করা'। 'আসুন আমরা আগামী ৪ থেকে সাড়ে ৪ বছর রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করি'। 'ভোটের সময় যা করার করবেন, কিন্তু তার আগে পর্যন্ত ২০৪৭-এর স্বপ্ন পূরণের জন্য লড়াই করুন'।
Continues below advertisement
Tags :
Budget 2024 Budget Session 2024 Union Budget 2024 Budget 2024 News Budget 2024 Live Budget 2024 India Parliament Budget Session 2024 Budget Session 2024 Live 2024 Budget