PM Modi: বায়ুসেনার পোশাকে তেজস-এ সওয়ার মোদি, হেলমেট-রোদচশমায় ভিন্ন লুকে প্রধানমন্ত্রী
বেঙ্গালুরুতে যুদ্ধবিমান ‘তেজসে’ সওয়ার হন নরেন্দ্র মোদি। চক্কর কাটেন আকাশে। পাইলটদের কায়দায় থামস আপও দেখান ক্যামেরায়। দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘তেজস’কে নিয়ে গর্ববোধের পাশাপাশি ভারতের ভবিষ্যৎ নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী। জলপাই রংয়ের পোশাক, হেলমেট এবং কালো রোদ চশমায় এক ভিন্ন লুক।